ছোট কাট অ্যামপ্লিফায়ারের কথা বলতে গেলেই বলতে হয় (IC CA 810) এর কথা। দারুন প্রচলিত এই.সি দিয়ে প্রচুর পরিমাণে অ্যামপ্লিবক্স প্রস্তত করা হয়। তবে অ্যামপ্লিবক্স গুলোর অধিকাংশই ৭ ওয়াট (E4) স্পিকার লোডে। কিন্তু অধিকাংশ কোম্পানির সার্কিটেই ১০ ওয়াট লেখা থাকে, সেটা হয় কারণ কোম্পানীগুলি সাধারণতৰ তাদের তৈরী অ্যামপ্লিবক্সের স্পেসিফিকেশনে মিউজিক্যাল পাওয়ার অথবা পিক্ পাওয়ারের উল্লেখ করে।
সাধারণত কিছু অ্যামপ্লিবক্সে প্রি-অ্যমপ্লিফায়ার হিসেবে কোনট্রানজিষ্টার তাকে না ফলে ভলিউম বাড়ালে শব্দ ফেটে যায়, ক্লিপিং জনিত ত্রুটিও দেখা দেয় আর শুনতে মোচটই ভার লাগে না। তবে এখানে উল্লেখিত সার্কিটে এসব ত্রুটি নেই। বাস ট্রিবিল ভলিউম ইত্যাদি কনট্রোলেরও ব্যবস্থা আছে। কিছুটা ১২ ভোল্ট (৬০০মিলি) তে কাজ করবে। দুটো চ্যানেলের জন্য আলাদা সার্কিট বানালে এটাকেই ষ্টিরিো করা সম্ভব। আই.সি ব্যবহূত অ্যামপ্লিফায়ারে আওয়াজ প্রি-অ্যামপ্লিফায়ার (BC 148A) থাকার জন্য ফাটে না। সার্কিটটি কাজ করে +১২ পাওয়ার সাপ্লাইতে (900mA)। ভাল হিট সিষ্ক প্রয়োজন এবং স্পিকার 8E ।
নিচে সার্কিটির ডায়াগ্রাম দেওয়া হল এবং সার্কিটের প্রয়োজনীয় যন্ত্রাংশ উল্লেখ করা হল |
COPONENTS LIST | |
Resistor : | Capacitor : |
R1----------82k R2, R3-----1M R4--- 12K R5—5K6 R6-3K3 R7-5K6 R8---1M R9----2.2K R10---33E (ohm) R11---1R R R12---8E (ohm) R13---47E (ohm) Transistor –BC 148B IC—CA810 Speaker—8/10 Watt LED—1PCS PCB---1 PCS Supply ---- 12 VOLT | C1-----4.7ut/25V C2----- 2K2 C 3—--10K C4-----12PF C5----100mf/25V C6-----1K C7------100 C8-----100 C9-----4K7 C10----1K C11--- C12---1mf E12---1000mfd C13---100mf /25V C14--- 10K |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
####### -আমাদের সাইট এ মন্তব্য করার জন্য ধন্যবাদ- #######