বাড়িতে ছোট হয় অ্যাপ্লিফায়ার বানানো শখ যাদের আছে তারা অধিকাংশই চান ১০ ওয়াট অ্যামপ্লিফায়ার । তাই বোধ হয় অ্যামপ্লিয়ারের চাহিদা এক সময়ে এত হয়েছিল। ষ্টিরিও টেপ ডেক থাকলে বা ষ্টিরিও টেপ রেকর্ডার থাকলে আরও ভাল ভাবে শোনা জন্য প্রয়োজন ষ্টিরিও অ্যামপ্লিফায়ার। আই.সি 7230 এমন একটা আই. সি যে তার মাধ্যমে ডাবল চ্যানেল অ্যাপ্লিফায়ার করা সম্ভব। খাড়াই পিন কনফিগারেশনের এই আ্ই. সি সাপ্লাই ভোল্টেজ ১০ভোল্ট । ব্যালেন্স , বাস, ট্রিবল ইত্যাদি সার্কিটেই করা হয়েছে। দুটি চ্যানেলের ইনপুট (A) পিন নঙ 4 এবঙ ইনপুট (B) পিন নঙ (8) । আউটপুট হচ্ছে 2 এবং 10 নং পিন থেকে। স্পিকার ফুলরেঞ্জ (8E) ব্যবহার কার যেতে পারে। প্রয়োজন 2 ওয়ে সিষ্টেম ক্রসোভার কানেকশনে উফার , ট্যুইটার ইত্যাদি ব্যবহার করা পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
####### -আমাদের সাইট এ মন্তব্য করার জন্য ধন্যবাদ- #######