পাটগ্রাম.ইনফো ডেক্স : সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বিজিবির পক্ষ থেকে জেলার বাংলাদেশ সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। রংপুর-৩৪ ও লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তা লে. কর্নেল ওমর সাদী এবং মেজর রুহুল আমীন এ ব্যাপারে জানান, সীমান্ত পথে ভারতে চামড়া পাচার রোধে বিজিবি সীমান্ত ফাড়িগুলোতে এ ব্যাপারে নির্দেশনামূলক বার্তা পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়, সাইকেল, ভ্যান, রিক্সা বা যে কোনো পন্থায় চামড়া নিয়ে সীমান্ত অভিমুখে কেউ যেতে পারবে না। অবশ্যই চামড়া বহনকারী ব্যক্তি বা বাহনের গতিপথ হবে বাজারমুখী বা ঢাকামুখী। বিষয়টি নিশ্চিত করতে সীমান্তে বিজিবি সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে।
রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বলেন, দেশে চামড়ার পর্যাপ্ত চাহিদা থাকা সত্বেও একশ্রেণীর চোরাকারবারী বিজিবির চোখ ফাঁকি দিয়ে চামড়া পাচার করার জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু এ বছর বিজিবি সদস্যদের কঠোর নজরদারি ও তৎপরতার কারণে এ পর্যন্ত সীমান্তে কোথাও চামড়া পাচারের খবর পাওয়া যায়নি।
রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বলেন, দেশে চামড়ার পর্যাপ্ত চাহিদা থাকা সত্বেও একশ্রেণীর চোরাকারবারী বিজিবির চোখ ফাঁকি দিয়ে চামড়া পাচার করার জন্য চেষ্টা করে থাকেন। কিন্তু এ বছর বিজিবি সদস্যদের কঠোর নজরদারি ও তৎপরতার কারণে এ পর্যন্ত সীমান্তে কোথাও চামড়া পাচারের খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
####### -আমাদের সাইট এ মন্তব্য করার জন্য ধন্যবাদ- #######